1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

কবি আকছারুল ইসলাম আর নেই।। পারিবারিক কবরস্থানে মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত ।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম যাত্রা নাট্যকার  এবং গীতিকার কবি আকছারুল ইসলাম  আর নেই । তিনি  গত ৮ মার্চ  দিবাগত রাত ১১  টা ১৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর।  তিনি স্ত্রী, এক কন্যা ও ৪ পুত্র সন্তান,  অসংখ্য ভক্ত এবং গুণগ্রাহী সহ ১২ টি যাত্রা নাটক,  ৬টি উপন্যাস, ২৫ হাজারের অধিক গান এবং  ১৮০ খানা কবিতা গ্রন্থ  রেখে গেছেন ।  এছাড়া  তার  অসংখ্য কবিতা ও  গান অপ্রকাশিত রয়েছে । কবি আকছারুল ইসলাম এর মৃত্যুতে কুষ্টিয়াবাসী একজন  সাহিত্য সেবী হারালেন, যা অপূরনীয়। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত ।  ৯ মার্চ  রবিবার  দুপুর শান্তি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা  শেষে  পারিবারিক কবরস্থানে মসজিদের পাশে দাফন করা হয় । কবি আকছারুল ইসলাম এখানেই চিরনিদ্রায় শায়িত। আমরা কবির আত্মার মাগফেরাত এবং শান্তি কামনা করছি  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট