কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে বাংলাদেশে জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । নানা আয়োজন ও কর্মসূচি পালন পালনের মধ্য দিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল সোহরাব উদ্দিন ।