অপহরণের ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলার ১১নং আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাষ্টার গ্রেফতার হয়েছে। জানা যায়, ১৬ জুন সোমবার সকাল ১১ টার সময় আব্দালপুর গ্রামের নিজ বাড়ী থেকে ইবি থানা পুলিশ তাকে গ্রেফতার করে । ১৫ জুন দিবাগত রাতে আব্দালপুর গ্রামের স্কুল পাড়ার জাবাক্সো(৩৮) অপহরণ করে দূর্বৃত্তরা এবং ১৫ লক্ষ্য টাকা মুক্তি পন দাবী করে । এই ঘটনার জিজ্ঞাসা বাদের জন্য চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাষ্টার কে পুলিশ গ্রেফতার করেছে।