কুষ্টিয়ার কালিনদীর পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু ।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ০৯ নং চাঁদপুর ইউনিয়নের জুংগলী গ্রামের বাবা ও ছেলের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে ২২ জুলাই । নিহত বাবা জাহিদ (৪০) এবং ছেলে জিহাদ (১২) কালী নদীতে পাটের উপরে কুচুরি পানা দিতে গেলে ডুবে যায়, বাবা (জাহিদ) বাচাতে গেলে বাবা ও ছেলে দুজনই ডুবে মারা যায়।