
কুষ্টিয়া সদর আসনের বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য মরহুম কে, এম, আব্দুল খালেক চন্টু’র সেজো ভাই মেজর জেনারেল অবঃ কে,এম, আব্দুল ওয়াহেদ আর নেই । তিনি ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটের সময় ঢাকা সি, এইচ,এম, হাসপাতালে আই,সি,ইউতেে চিকিৎসা রত অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মরহুমের প্রথম জানাজা সোমবার ঢাকার মহাখালী নিজ বাসভবনে এবং দ্বিতীয় জানাজা শেষে বনানীর কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে ।
মরহুম আব্দুল ওয়াহেদ একজন শিক্ষানুরাগী ছিলেন । তিনি শিক্ষা বিস্তারের জন্য নিজ এলাকা কুষ্টিয়া সদর উপজেলার মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয়, খাতের আলী দাখিল মাদ্রাসা এবং লক্ষীপুর খাতের আলী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন ।