কুষ্টিয়া সদর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা আমির হামজা উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন । ১৬ জুন সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এই প্রচারণা শুরু করে কুষ্টিয়া সদর উপজেলার সবকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশ এবং হাটবাজার এলাকায় এই শোভাযাত্রা পরিদর্শন করেন। এসময় গাড়ীতে চড়ে মুফতি মাওলানা আমির হামজা হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দর্শক শ্রতারাও বিভিন্ন শ্লোগান দিয়ে স্বগোত জানান ।