1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
Logo
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৬:৫২ পি.এম

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলার সম্মেলন প্রস্ততি সভা অনুষ্ঠিত । মোঃ মনজের আলী স্টাফ রিপোর্টার । কুষ্টিয়া জেলার সনাতনী ধর্মাবলম্বী মানুষের মহতী উদ্যোগ দেখে আমি মুগ্ধ হয়েছি। কুষ্টিয়া জেলার সনাতনী ধর্মাবলম্বী মানুষন যেভাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টকে সর্থন করছে এবং সহযোগিতা করছে তাতে খুব স্বল্প সময়ের মধ্যে একটি সুন্দর এবং পরিপূর্ণ কমিটি উপহার দিতে সক্ষম হবো। ২১ মার্চ শুক্রবার বিকেল ৪ টার সময় ঐতিহ্যবাহী হরিনারায়ণপুরে কুষ্টিয়া জেলার সনাতনী ধর্মাবলম্বী মানুষের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর কুষ্টিয়া জেলার সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস সাহা উপরোক্ত কথা বলেন । গৌরাঙ্গ সঙ্গ বাংলাদেশ এর আচার্য্য রতন লাল মৈত্রী বলেন, বাংলাদেশের প্রায় ৩২ টা জায়গায় আমার সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে । বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সনাতন ধর্মাীয় সংগঠন । আমরা এই সংগঠনের সাথে আছি । এই সংগঠন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদের এই সংখ্যালঘুরা যাতে শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করে সবার সঙ্গে মিলেমিশে বাংলাদেশটা গঠন করতে পারি । সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পার্থ কুমার লস্কর, ইংরেজি বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, ডা. পিকে সাহা, প্রবীণ শিক্ষক সুদীপ কুমার পাল, অর্চনা রাণী বাগচী,হ্যাপী সাহা সহ বিভিন্ন বয়সের সনাতনী ধর্মাবলম্বী মানুষ। পরিশেষে কুষ্টিয়ার সনাতনী ধর্মাবলম্বী মানুষের পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস সাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।