বাড়ীভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ এক দফা জাতীয়করনের জন্য ১৩ অক্টোবর সোমবার থেকে সারা বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু । ১২ অক্টোবর রবিবার ২০℅ বাড়ীভাড়ার দাবীতে ঢাকার প্রেসক্লাবের সামনে আনন্দোলনরত শিক্ষকদের উপর লাঠি চার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে শিক্ষকদের আহত গ্রেফতারের প্রতিবাদেম এই কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে ।